চিকিৎসা বিদ্যায় নোবেল ২০২১ | চিকিৎসা বিদ্যায় নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর
চিকিৎসা বিদ্যায় নোবেল ২০২১ ঘোষণা করা হল গত ৪ঠা অক্টোবর ২০২১, সোমবার। নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান এই ঘোষণা করেন। দুই মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ান যৌথভাবে এই পুরস্কার পেলেন। আমাদের ত্বকের যে রিসেপ্টর তাপমাত্রা ও স্পর্শের অনুভব গ্রহণ করে, তা আবিষ্কারের জন্য এই নোবেল পুরস্কার দেওয়া হল তাঁদের। এই আবিষ্কারের ফলে ক্রনিক ব্যাথা বা যন্ত্রনা উপশম সহ বিভিন্ন চিকিৎসা আরও সহজতর হবে।
0 Comments
অক্টোবর 5, 2021