করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, ভোট মিটলেই লকডাউন?
ভারতে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। তবে শুধু ভারতে না, পুরো বিশ্বেই এই সংক্রমণ বাড়ছে। অনেক জায়গায় নতুন করে লকডাউন শুরু করতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে বিমান পরিষেবা, বন্ধ হচ্ছে সীমানা। যা সচেতন নাগরিক, চিকিৎসক, স্বাস্থ্য-আধিকারিকসহ অনেকেরই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাজ্যেও পুনরায় লকডাউন ঘোষণার আশঙ্কা নিয়ে ট্রেনে-বাসে অনেকেই কানাঘুষো করছেন নিজেদের মধ্যে। সম্প্রতি ভিড় এড়াতে গুজরাট, কর্ণাটক এবং রাজস্থান সরকার হোলি উৎসবসহ অন্যান্য অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করার পর, এই কানাঘুষোর স্বর আরও জোরালো হয়েছে। নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৮ মার্চ থেকে মহারাষ্ট্র সরকার নাইট কার্ফিউ শুরু করতে চলেছে। অনেকেই আশঙ্কা করছেন, পশ্চিমবঙ্গে ভোট-উৎসব মেটার পরেই হয়তো পুনরায় লকডাউন ঘোষণা করা হবে। যদিও করোনা ভাইরাস-এর সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও এই ভোটের আবহে লকডাউন সম্পর্কিত কোনো খবর সরকারি সূত্রে পাওয়া যাচ্ছে না।