করোনা মহামারীর সময় মানসিক স্বাস্থ্য ভালো রাখবেন কীভাবে?
করোনা মহামারী প্রায় প্রতিটি মানুষকেই বেশ কিছু সমস্যার সম্মুখীন করেছে। সেটা অর্থনৈতিক সামাজিক বা মানসিক – প্রায় সব ক্ষেত্রেই। কিন্তু আমরা লক্ষ্য করছি, প্রথম দুটি সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ফেললেও তৃতীয় সমস্যাটি অর্থাৎ মানসিক সমস্যাটি দীর্ঘস্থায়ী হচ্ছে। মানসিক সমস্যা এক কঠিন ব্যধি – যা করোনা মহামারীর সময় আরও প্রকট হয়েছে। ছোট থেকে বয়স্ক, যুবক-যুবতী থেকে প্রৌঢ় – সবাইই প্রায় মানসিক অবসাদে ভুগছে। তাই করোনা মহামারীর সময় মানসিক স্বাস্থ্য নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে।