You are currently viewing ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৩৭% বেড়ে ২.২৩ লাখ কোটি টাকা
স্বাস্থ্যখাতে বরাদ্দ : ২০২১-২২ অর্থবর্ষ

২০২১-২২ অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৩৭% বেড়ে ২.২৩ লাখ কোটি টাকা

ভালোবাসা ছড়িয়ে দিন

১ লা ফেব্রুয়ারি ২০২১, সোমবার ২০২১-২২ অর্থবর্ষের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বাস্থ্যক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ২.২৩ লাখ কোটি টাকা। স্বাস্থ্যক্ষেত্রে ২.২৩ লাখ কোটি টাকার এই বরাদ্দ বিগত অর্থবর্ষের তুলনায় প্রায় ১৩৭% বেশি।

বাজেট পেশের প্রায় দু’মাস আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে, স্বাধীনতা-পরবর্তী এই কোভিড-১৯ প্যানডেমিকের সময়ে আমাদের স্বাস্থ্য-ব্যবস্থা ও স্বাস্থ্য-পরিকাঠামোকে অগ্রাধিকার দিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। তাঁর সেই কথারই যেন প্রতিফলন দেখা গেল আজকের বাজেটে।

করোনা মোকাবিলার লক্ষ্যে আলাদা করে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিকাঠামোয় বেশি করে বিনিয়োগের কথাও তিনি উল্লেখ করেন।

পি এম আত্মনির্ভর সুস্থ ভারত অভিযান :

জনস্বাস্থ্য ও সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের স্বার্থে ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের সাথে সাথেই “পি এম আত্মনির্ভর সুস্থ ভারত অভিযান” নামের নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করা হল ২০২১-২২ অর্থবর্ষের এই বাজেটে। “পি এম আত্মনির্ভর সুস্থ ভারত অভিযান” প্রকল্পে আগামী ছয় বছরের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪,১৮০ কোটি টাকা। এই টাকা খরচ করা হবে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং নতুন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার কাজে।

এই প্রকল্পের আওতায় ১৫ টি আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, ১৭০০০ টি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র এবং ১১০০০ টি শহরকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গেই এই প্রকল্পের মাধ্যমেই সারা ভারতবর্ষের ৬০২ টি জেলায় ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল এবং ১২ টি কেন্দ্রীয় স্বাস্থ্য-সংস্থা গঠনের কথাও বলা হয়েছে।

এই বাজেটে আরও ঘোষণায় করা হয় যে, The National Centre For Disease Control-এর কাজ আরও মসৃণ ভাবে করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৫ টি শাখা ও ২০ টি শহরে স্বাস্থ্য নজরদারি কেন্দ্র খোলা হবে। তাছাড়া শিশুস্বাস্থ্যের কথা ভেবে অর্থমন্ত্রী পুষ্টির দিকেও নজর দেওয়ার কথা উল্লেখ করেছেন তাঁর বাজেট বক্তব্যে।


ভালোবাসা ছড়িয়ে দিন

মন্তব্য করুন